দোষটা আমারই ছিল - ভালোবাসার ছোট গল্প । ভালোবাসা কিছু কথা by Shah's Blog
হ্যাঁ দোষটা
তো আমারই ছিল। আমি তো সরিটা বলিনি । সরিটা তো আমি বলতেই পারতাম। ভুলটা না হয় তুমিই
করেছিলে । অপরাধ টা হয়ত তোমারই ছিলো। হয়ত তুমিই আমাকে ছেড়ে দূরে গিয়েছিলে। তাতে কি
দোষটা তো সম্পূর্ণ আমারই ছিলো। আমি তো তোমাকে বকা দেবার পর কাছে টানি নি। আমি তো তোমাকে
সরি টাও বলি নি। সরিটা বললে হয়ত তুমি আমার থেকে দুরেই যেতে না। সরি টা বললে হয়ত তুমি
কষ্টটা পেতে না।আর না তোমার চোখের জল পরত। সরি টা বললে হয়ত আজও তুমি আমার ঘুমটা ভাঙ্গাতে
একটু মিষ্টি হেসে আমাকে কাছে টানতে। আমার সাথে দুষ্টুমিও করতে ।
সরি আই আয়াম
রেলি রেলি সরি সোনা। তোমাকে ছেরে দূরে ছিলাম এজন্য নয়।
সরি । আই আয়াম
সরি সোনা। আমি তোমাকে ছাড়া আর কাওকে ভালোবাস্তে পারবোনা।
A SORRY
Can fix two life or even more.
From today
start a mission of say sorry.
এই শোনোনা দোষটা
কি আমারই ছিলো ?
Comments
Post a Comment